রনজিৎ সরকার রাজ || দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গণভোট-২০২৬ সফল করতে প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণভোটের সফলতা সম্ভব নয়। এ জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব আরিফ আহমেদ গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের সব দপ্তরপ্রধানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, গণভোটের মূল শক্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।
সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।