![]() |
| ডেভিল হান্ট অভিযান: উজিরপুরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ গ্রেপ্তার |
উজিরপুর প্রতিনিধিঃ
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শাখার সভাপতি নুর মোহাম্মদ সরদার। সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার নতুন হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম রকিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
“সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের একটি দল তাকে নতুন হাট এলাকা থেকে গ্রেপ্তার করে।”
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান অভিযোগ ও অন্যান্য বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা রোধ, নাশকতার আশঙ্কা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উজিরপুর উপজেলাও এই অভিযানের আওতায় রয়েছে এবং ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।
এদিকে গ্রেপ্তারের ঘটনার পর নতুন হাট ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অতিরিক্ত নজরদারি বজায় রেখেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়-এই নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
