১। পৃথিবীতে সবচেয়ে নির্মম কষ্ট হলো,
আপনি এমন একজনকে ভালোবাসেন
যাকে দিয়ে আপনার সমস্ত জগৎ ঘেরা,
কিন্তু তার জগতে আপনার বিন্দু পরিমান স্থান নাই।
২। জীবনের প্রথম ভুল ছিলো তোমার সাথে পরিচয় হওয়া,
দ্বিতীয় ভুল ছিলো তোমাকে ভালো লাগা,আর তৃতীয় ভুলটা ইচ্ছে করেই করলাম তোমাকে
ভালোবেসে।
৩। কষ্ট পেয়ে দূরে সরে যাওয়ার নাম ভালোবাসা না,
ভালোবাসা হল শত কষ্টের মাঝে,
প্রিয় মানুষকে আকড়ে ধরে বেঁচে থাকা!
৪। যে তোমাকে সত্যিকারের
ভালোবাসবে,সে কখনোই তোমায় একারেখে চলে যাবে না,
তাকে শত আঘাত করার পরেও বারবার
তোমার কাছেই ছুটে আসবে।
৫। যাকে অবেহেলা করেছো,,
সেতো একদিন এমনিতেই চলে যাবে।কিন্তু লক্ষ্য রেখো,যার জন্য তাকে অবহেলা করেছো..
সে জেনো আবার তোমায় ছেড়ে চলে না যায়।
৬। কাউকে খুব বেশি ভালোবাসলে,
খুব কাছের মনে করলে,
আপনি তার কাছ থেকে সব চেয়ে বড় কষ্টটা পাবেন!
৭। যদি এমন কাউকে পেতাম,
যে আমাকে মন থেকেই ভালোবাসবে,যার ভালোবাসা শুধু আমাকে ঘিরে থাকবে,
তবে এ জীবনের বিনিময়ে হলেও,
তাকে হারাতে দিতাম না!
৮। নিজের অস্তিত্ব কে মাঝে মাঝে একা অনুভব করা উচিত এতে নিজের ভুল গুলো ধরা পরে!
৯। প্রোপজ করার আগের মুহুর্তটাই বেস্ট,,
একটু ভয়,একটু লজ্জা,একটু দুশটামি,মিষ্টি ঝগড়া,একটু অভিমান।
১০। অদ্ভুত দুনিয়া! ১০ টা কাজের মধ্যে ১ টা খারাপ করলে বিশাল অপরাধ! বাকি ৯ টা কাজের কোন মূল্যই নাই।
১১। ভালোবাসি বলাটা খুব সহজ।
কিন্তু একজনকে ভালোবেসে সারাজীবন তার সাথে থাকাটা অনেক কঠিন।ভালোবাসা যেখানে আবেগ সেখানে.....
আমরা সাধারনত বলি... এক নজরে দেখে ভালোবেসে ফেলেছি এটা আসলে এক মুহূর্তের আবেগ।এটা সবার ক্ষেত্র এ এক নাও হতে পারে।
এবং সেই আবেগই আস্তে আস্তে ভালোবাসায় পরিনত হয়।
এক গবেষণায় দেখা গেছে ভালোবাসায় প্রথমে ৮০% রিলেশনে আবেগ থাকে।
আর ৬০% রিলেশন এ আবেগ ভালোবাসায় পরিনত হয়।
মানুষ যখন প্রেমে তখন চেহারার লাবন্যতা বৃদ্ধি পায়।আর যখন সেই মানুষকে মিস করে বুঝা যায় সে কতটা ভালোবাসে।
ভালোবাসা এক জনের কাছে এক রকম।ভালোবাসা নিয়ে বড় বড় মনীষীরা অনেক কথা বলেছেন।আমি তুচ্ছ মানুষ।তাও বলবো.....
ভালোবাসার মানুষ টাকে মূল্য দিন। তার কথা গুলো শুনার চেষ্টা করুন, সে আপনার কাছে
বেশি কিছু চায় না চায় শুধু সারাটি জীবন একসাথে থাকতে.....চলতে।
যেখানে ভালবাসা আছে সেখানেই সুখ।
তাই কখন ও কারো ভালোবাসা নিয়ে খেলবেন না। হয়তবা আপনার একটু মজা পাওয়ার
রিলেশনশিপ কেড়ে নিতে পারে কারো জীবন।
কারো কারনে যদি আপনার লাইফ নষ্ট হয়ে থাকে
তার জন্য তো আর আপনি অন্য কারো লাইফ নষ্ট
করতে পারেন না।
ভালোবাসার অধিকার সবার ই আছে।
ভালবাসা কোন সূত্র মেনে চলে না যে গরিব এর
সাথে গরিব দের ই ভালোবাসা হবে, ধনী দের
সাথে শুধু ধনীদের ই ভালোবাসা হবে।ভালোবাসা কি আগে বুঝতে হবে। অনেকেই
আবেগের বশে ভালোবাসে কিছুদিন পর যখন
আবেগ চলে যায় তখন ভালোবাসা হয়ে উঠে তিক্ত।
সত্যিকার ভাবে কাউকে ভালোবাসলে তাকে
শত চেষ্টা করেও ভুলতে পারবেন না।
শত ব্যাস্ততার মাঝে ও তার কথা আপনার মনে পড়বে
আর এটাই হলো ভালোবাসা।
১২। কোনো এক বসন্ত বিকালে আমার হয়ে যেয়ো।
😊
প্রায় মৃত নদীটার পাড়ে বসে তোমার বর্তমানকালের সব কষ্ট মুছে ফেলব, তারপর তুমি মুচকি হেসে বলবে 'ভালোবাসি।
১৩। আমরা কাউকেই ইচ্ছায় হারাতে চাই না
কিন্তু সবাইকেই অজান্তেই একসময় না একসময় হারাতেই হয়।
১৪। বিলিভ ইট অর নট...
আপনি বুড়া হয়ে যাবেন! চুলে পাক ধরবে।
কিন্তু চট্রগ্রামে থেকেও চট্রগ্রামের
ভাষা শিখতে পাড়বেন না।
১৫। যখন আপনি ভালো কাজ করবেন
😊
😊
আপনার প্রতি মানুষের হিংসে বৃদ্ধি পাবেসেই বৃদ্ধি পাওয়াটা চলতেই থাকবে
না চাইলেও আপনার আশে পাশে অনেক শত্রু জন্মাবে
আর তখনই সমস্যা শুরু হবে
সাথে কমতে থাকবে ভালো কাজ করার আগ্রহটাও।
১৬। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া
অসম্ভব...............!!
তেমনি অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসাও অসম্ভব...............!
অসম্ভব...............!!
তেমনি অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসাও অসম্ভব...............!
১৭। বৃষ্টিকে যদি ভালোবাসতাম
হয়তো এতো জল উপহার পেতাম না,
যত জল
পেয়েছি তোমাকে ভালোবেসে।
বুঝতে পারিনি,
এত বেশি মেঘ ছিল তোমার
আকাশে।
সত্যিই বড় বোকা ছিলাম,
আর আজও বোকাই রয়ে গেলাম।
অপেক্ষায় আছি,অপেক্ষায়
থাকবো।
যত দিন বেঁচে থাকি,
তোমায় মনে রাখবো........!
হয়তো এতো জল উপহার পেতাম না,
যত জল
পেয়েছি তোমাকে ভালোবেসে।
বুঝতে পারিনি,
এত বেশি মেঘ ছিল তোমার
আকাশে।
সত্যিই বড় বোকা ছিলাম,
আর আজও বোকাই রয়ে গেলাম।
অপেক্ষায় আছি,অপেক্ষায়
থাকবো।
যত দিন বেঁচে থাকি,
তোমায় মনে রাখবো........!
১৮। নিজেকে কখনো একা ভেবোনা !
এখন হয়তো তোমার হাত কেউ
না ধরলেও !!
"
হয়তো তোমার জন্য কেউ হাত পেতে
বসে আছে !
যদি তুমি হাত বাড়াও
সে অবশ্যই তোমার হাত ধরবে !
সেজন্য মন খারাপের কিছু নাই।
এখন হয়তো তোমার হাত কেউ
না ধরলেও !!
"
হয়তো তোমার জন্য কেউ হাত পেতে
বসে আছে !
যদি তুমি হাত বাড়াও
সে অবশ্যই তোমার হাত ধরবে !
সেজন্য মন খারাপের কিছু নাই।
১৯। মিথ্যা ভালবাসা গাছের
পাতার.মতো,
🍁 সামান্য
আঘাতেই আলাদা
হয়ে যায় ………
🍁
আর সত্য ভালবাসা
পানির মতো,
☔
যা শত আঘাতের
পরও ফিরে আসে
☔
💧
আর মিলে যায়.
💧
🍁
🍁
🍁
🍁
🍁
🍁
🍁
🍁
পাতার.মতো,
আঘাতেই আলাদা
হয়ে যায় ………
আর সত্য ভালবাসা
পানির মতো,
যা শত আঘাতের
পরও ফিরে আসে
আর মিলে যায়.
২০। কষ্টের সাথে যাদের বসবাস রাতটা তাদের
জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে..সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও
রাতে যেন কোনো ভাবেই ঠেকানো যায় না..
বুকফেটে কষ্ট গুলো বের না হলেও.. চোখ ফেটে
বের হয়ে আসে অশ্রু
সর্ম্পূর্ণ পোষ্টটি ফেইসবুক থেকে নেওয়া একটি পেইজ থেকে। আরোও বেশী জানতে এখানে ক্লিক করুন
পোষ্টটি
🔫
২










