এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ এবং অর্থ বিতরণ

এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ এবং অর্থ বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে আটোয়ারী অইডিয়াল স্কুল এন্ড কলেজের, এস.এস.সি ২৩ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন আজ বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আটোয়ারী পল্লীবিদ্যুৎতে অবস্থিত আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস-২ মাঠ প্রাঙ্গণে এস.এস.সি বিদায় ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির সনদ এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলেশ চন্দ্র ঘোষ সদস্য, জেলা পরিষদ, পঞ্চগড় ও সভাপতি ফকিরগঞ্জ বাজার বণিক। সহকারী প্রধান শিক্ষক সখিনা ও সহকারী শিক্ষক রোকসা কলি এস.এস.সি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন।
