Adsterra

বরিশালের উজিরপুরে এক কেজি গাঁজাসহ আটক চিহ্নিত ২ মাদক কারবারি

0

বরিশালে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের উজিরপুরে এক কেজি গাঁজাসহ আটক চিহ্নিত ২ মাদক কারবারি
বরিশালের উজিরপুরে এক কেজি গাঁজাসহ আটক চিহ্নিত ২ মাদক কারবারি


উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে ১কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিবুল (২২) ও তার সহযোগী শাহানা বেগম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল ) রাত্র ১০ টার দিকে উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে অবস্থান কালে জানতে পারে যে, গড়িয়াগাভায় নুরুল হক হাওলাদারের বসত ঘড়ের বারান্দার রুমের মধ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন-উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মৃত্য রাজ্জাক তালুকদারের ছেলে রাকিবুল তালুকদার এবং বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের নুরুল হক (মিস্ত্রি) হাওলাদারের স্ত্রী শাহানা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহানা বেগম এর ছেলে খায়রুল ইসলাম একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তিনি এখন গাঁ-ঢাকা দিয়ে আছেন। তাদের মাদক কারবারীর খপ্পরে পরে যুবক সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে।

এ ব্যাপারে সকালে উজিরপুর মডেল থানায় এস.আই খায়রুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সম্পৃক্ততার দায় স্বীকার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)