Adsterra

নিখোঁজের ৩ দিন পরে অর্ধ গলিত লা*শ উদ্ধার, র‍্যাবের হাতে আটক ৩

0

উজিরপুরে নিখোঁজের ৩দিন পরে অর্ধ গলিত লাশ উদ্ধার, র‍্যাবের হাতে আটক ৩।

নিখোঁজের ৩ দিন পরে অর্ধ গলিত লা*শ উদ্ধার, র‍্যাবের হাতে আটক ৩
নিখোঁজের ৩ দিন পরে অর্ধ গলিত লা*শ উদ্ধার, র‍্যাবের হাতে আটক ৩


উজিরপুর (বরিশাল)  প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরে নিখোঁজের ৩দিন পরে গতকাল ৫ এপ্রিল বুধবার  আনুনানিক বেলা ১১ টায় উপজেলার বরাকোঠা ইউনিয়নে ২নং ওয়ার্ডের মৃত হরেন্দ্র নাথ হালদারের ছেলে ইরি ব্লক ম্যানেজার, চিরকুমার হেমন্ত লাল হালদার(৭০) ইরি ব্লক ম্যানেজারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


ইরি ব্লক ম্যানেজার, চিরকুমার হেমন্ত লাল হালদার ৩ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন। ৫ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে হরিমার্কেট সংলগ্ন বাড়ৈ বাড়ির পাকা রাস্তার দক্ষিণ পাশে সুভাষ হাওলাদারের চাষকৃত ধান ক্ষেত (হায়েসার ঘেড়) থেকে বৃদ্ধ হেমন্ত এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায় সুভাষ হাওলাদার তার বাঙ্গি ও ধান ক্ষেত দেখতে যান। এসময় তিনি ক্ষেতের মধ্যে মাছি উড়তে দেখে ও প্রচন্ড দুর্গন্ধ পান, একটু কাছে গিয়ে দেখেন অর্ধ গলিত মানুষের লাশ পরে আছে। বিষয়টি থানা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত ) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের ধারনা ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। গলায় কেটে যাওয়া স্থানে পঁচন ধরেছে। সেখানে লতাপাতা দিয়ে ডেকে রাখা অবস্থায় অর্থগলিত লাশ উদ্ধার করেন, উপস্থিত স্থানীয়রা মৃত্যুর দেহ দেখে, হেমন্ত লাল হালদার বলে শনাক্ত করেন, এবং স্থানীয়দের দাবি , তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। 


এবিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, বৃদ্ধ’র অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এব্যপারে মৃত. চিরকুমার হেমন্ত লাল হালদার এর ভাই প্রিয় লাল হালদার অজ্ঞাত আসামি করে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এব্যপারে জানা যায়, বরিশাল র‍্যাব ৮ এর চৌকস অফিসারবৃন্দের সহায়তায় ৫ এপ্রিল বুধবার রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে ১. জাকির হোসাইন (৪৮), ২. মিজানুর রহমান ওরফে নাসির(৫৪), ৩. মোঃ রিপন হোসাইন (৪০), সর্ব পিতা. ইসমাইল হোসেন'কে আটক করা হয়। এদেরকে র‍্যাব-৮, বরিশাল এর আভিযানিক দল কর্তৃক গ্রেফতার করা হয়। পরে আসামিদের থানা পুলিশে সোপর্দ করেন ডিএডি/ পুলিশ পরির্দশক(সঃ) মোঃ মনিরুল ইসলাম, স্পেশালাইড কোম্পানি র‍্যাব-৮, বরিশাল।


বিস্তারিত জানতে দৃষ্টি ২৪ঘন্টায় চোখ রাখুন....

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)