Adsterra

উজিরপুরে ড্রেজার মালিকের দায়িত্বহীনতায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর; টনক নড়েনি কর্তৃপক্ষের

0

উজিরপুরে ড্রেজার মালিকের দায়িত্বহীনতায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর; টনক নড়েনি কর্তৃপক্ষের

উজিরপুরে ড্রেজার মালিকের দায়িত্বহীনতায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
উজিরপুরে ড্রেজার মালিকের দায়িত্বহীনতায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

উজিরপুর প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ধামুরা-সানুহার সড়কে সেনেরহাট নামক স্থানে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঝুঁকিপূর্ণ পাইপের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রোজিনা বেগম (৩৮) তিন সন্তানের জননী নিহত হয়েছে।

গতকাল রোববার ১৬ এপ্রিল রাত সোয়া ১০টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী আলমগীর গোমস্তা জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে ধামুরা থেকে তার নিজ বাড়ি বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ঈদগা নামক স্থানে আসার পথে সেনেরহাট নামক স্থানে বালু পরিবহনের জন্য রাস্তা পারাপাড়ের যে ডাইভিশন ব্যবহার করা হয়েছে তাতে আলো না থাকায় অন্ধকারে ধাক্কা লেগে তিনি দুর্ঘটনার শিকার হন। তখন তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার৷  স্ত্রী রোজিনা বেগম মৃত্যুবরণ করেন।

https://dristi24.blogspot.com/2023/04/wazirpurer-senerhate-dui-2-motorsycle-arohi-nihoto.html

উল্লেখ্য, গত ২২ মার্চ একই স্থানে মোটরসাইকেল আরোহী সাদ্দাম বালি উপজেলার ধামুরা বন্দরে স্বর্ণের দোকানের কর্মচারী, প্রতিদিনের মতো তিনি দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেনের হাটের পূর্ব-পার্শ্ব এলাকায় পৌঁছালে রাস্তায় ওপরে রাখা বালির ড্রেজার পাইপের ওপর পিছলে পড়ে মাথায় আঘাত পান। আহত সাদ্দাম বালিকে স্থানীয় লোকজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম বালি উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের সমেত বালির ছেলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জরুরী ভিত্তিতে পাইপ অপসারণের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বড়াকোঠা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন টোলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সেখানে লাল নিশানা টাঙ্গিয়ে দিয়েছি, সুতরাং আমার কোন দায় নাই।

রাস্তার মেরামত কাজে বালু ব্যবহারকারী ঠিকাদার অসক হালদার জানান, ড্রেজার মালিককে অনেক আগেই পাইপ সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু খরচের ভয়ে তিনি তা সরিয়ে নেন নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান, লোক মুখে শুনেছি, কিন্তুু এখনো এ ঘটনার ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)