![]() |
| দুর্গাপুর-বশিরি-শ্যামগঞ্জ মহাসড়কে এখনও থামছে না মৃত্যুর মিছিল! |
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর-বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কে এখনও থামছে না মৃত্যুর মিছিল। ৬০ মাসে মৃতের সংখ্যা শতাধিক। পঙ্গুত্ব হয়েছে প্রায় ২০০ জন। এইগুলি দেখার যেন কেউ নেই। প্রতি মাসেই প্রায় ২ জন করে পথযাত্রী মৃত্যুর কোলে ঢলে পরছে। ২০১৭ ইং সালে দুর্গাপুর বনরূপা নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা ও বিরিশিরি উৎরাইল বাজার কমিটির সভাপতি শিমূলকান্দি গ্রামের জনপ্রিয় নূরুল ইসলাম (ছুট্টু মিয়া) ময়মনসিংহ হতে তার পরিবার পরিজন নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে শ্যামগঞ্জ বাজারের কাছে মহাসড়কে বালু বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্সে ঘটনাস্থলেই তার স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং সিএনজি চালকসহ ৫ জন মৃত্যুবরণ করেন। বাড়িতে তার বাতি জ্বালানোর মত কেউ নেই। এই শোকে ছুট্টু মিয়াও কিছুদিন পর মারা যান। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ময়মনসিংহের গৌরীপুর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শালিহর এম.এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার প্রায় ৫০ জন এস.এস.সি পরীক্ষার্থী ২টি পিকআপ ভ্যানে করে দুর্গাপুর সিমান্তে আনন্দভ্রমণ শেষে বাড়ি যাওয়ার পথে সন্ধায় কৃষ্ণেরচর বাজার মহাসড়কে বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্সে ঘটনাস্থলেই ৪ জন শিক্ষার্থী প্রাণ হারায়। এর কিছুক্ষন পরেই আরও ২ জন চিকিৎসারত অবস্থা হাসপাতালেই মৃত্যুবরণ করে। এই ভয়াবহ দুর্গঘটনায় ২৫ জন মারাত্মক আহত হলে দুর্গাপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। নিহতরা হলেন গৌরীপুর হাজী আমি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী আব্দুল হকের ছেলে আশ্রাফুল আলম (১৫), নবম শ্রেণীর ছাত্র রমজান আলী খানের ছেলে রফিকুল ইসলাম (১৫), স্থানীয় এতিমখানার শিশু ছাত্র মৃত আব্দুল মজিদের ছেলে ইয়াসিন মিয় (১০) ও শালিহর এম.এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী তারাকান্দা উপজেলা বিশকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহাবুব ইসলাম (১৫)। চিকিৎসারত অবস্থায় মৃত ২ জনের পরিচয় পাওয়া যায়নি (অজ্ঞাত)। ২৮ নভেম্বর ২০১৯ বিরিশিরি বাসস্ট্যান্ডের নিকট সড়ক দুর্ঘটনায় ২টি পা হারান ১জন শ্রমিক। ৩০ নভেম্বর ২০২০ ইং স্থানীয় নোয়াপাড়া গ্রামের নিলুফা খাতুন স্বামী চান মিয়াকে নিয়ে কৃষ্ণেরচর বাজারে কেনা-কাটা শেষে অটো রিকশায় নিজ বাড়ির কাছে ড্রাম ট্রাকের সাথে সংঘর্সে ঘটনাস্থলেই মারা যান নিলুফা খাতুন (৫০)। ০৮ ডিসেম্বর ২০২০ ইং চন্ডিগড় সাতাশি বাজারে গাজীপুর জেলার বাসন থানার বাসিন্দা মোঃ মোস্তফা কাজী (৩৭) ট্রাকের নিচে পরে মারা যায়। ২০ ডিসেম্বর ২০২০ ইং দুর্গাপুর হতে বালুবোঝাই ১টি ট্রাক ময়মনসিংহ যাওয়ার পথে শ্যামগঞ্জ বাজারে বেলতলি মহাসড়কে মুখোমুখি সংঘর্সে প্রাণ হারান দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের আবুল মনসুর এর ছেলে মনির হোসেন (১৭), মেনকিফান্দা গ্রামের জনাব আলীর ছেলে নূরুল হক (৪৮) ও কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮) প্রাণ হারায়। ২৭ ডিসেম্বর ২০২১ ইং সকালে দুর্গাপুর আত্রাখালি সেতু সংলগ্ন আগারপাড়া ডাইবেশন রোডে দুর্গাপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও সর্দার তোতা মিয়া (৪৫) ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ১০ মে ২০২৩ ইং বিরিশিরি আদিবাসী এলাকার ৫ জন আদিবাসী ময়মনসিংহ হতে বিরিশিরি আসার পথে পূর্বধলা বাজার মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্সে বৃষ্টি রাংসা, রবিউল মন্ডল, হ্যাপি সাংসা মারাত্মক আহত হলে এদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এদের দুজনের পা চুর্নবিচুর্ন হলে ডাক্তার বলেছেন পা কেটে ফেলতে হবে বলে জানান তাদের পর্শি রাখি দ্রং। এর কিছুদিন পূর্বে ১৯ ফেব্রুয়ারি ২০২১ ইং ময়মনসিংহ মুক্তাগাছার নন্দীবাড়ি দারুল উলুম হাফিজুল কোরআন মাদ্রাসার ৭০ জন শিক্ষার্থী দুর্গাপুরে বনভোজন শেষে যাওয়ার পথে ইন্দ্রপুর বাজার মহাসড়কে দুর্ঘটনার স্বীকার হলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে মোঃ হিমেল (২০) এবং ১৪ জনকে মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ই মার্চ ২০২১ দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক বিজন কৃষ্ণ রায় (২৮) ময়মনসিংহ একটি সেমিনার শেষে বাড়ি ফেরার পথে শ্যামগঞ্জ মহাসড়কে সন্ধায় তার সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্সে সিএনজির ভিতরেই ক্ষত বিক্ষত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার সাথে দুর্গাপুর কাচারী মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম (৩০) নিহত হন। ১৮ ফেব্রুয়ারি ২০২০ বিরিশিরি দয়াল বাড়ির কাছে আবিদা সুলতানা ঈশা (৮) ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে নিহত হয়। ২০২০ কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আল-আমিন (১৫) কৃষ্ণেচর বাজার মহাসড়কে বাসের ধাক্কায় নিচে পড়ে গিয়ে নিহত হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২০ শ্রবন্তী রানী (২) শুকনাকুড়ি মোড়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সর্বশেষ গত ১৬ মে ২০২৩ ইং সিএনজি করে একদল যাত্রী ময়মনসিংহ হতে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে কৃষ্ণেরচর বাজার মহাসড়কে বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্সে মারাত্মক আহত অবস্থায় এদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালেই মৃত্যুবরণ করেন কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চান মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) ও অমর আলীর ছেলে অটো ড্রাইভার সাদেক মিয়া (৫০) এবং গুরুতর আহত হয় একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)। দুর্গাপুর থানার ওসি তদন্ত মোঃ নুরুল আলম সংবাদকে জানান, ঘটনার পর পরেই ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। এই মহাসড়কের কিছু অংশ দুর্গাপুর পৌরসভা, বিরিশিরি ও কাকৈরগড়া ইউনিয়নের ভিতর দিয়ে শ্যামগঞ্জ বাজারে যুক্ত হয়েছে। এমনিভাবে নাম না জানা অনেক শিশু, কিশোর ও বৃদ্ধা পথযাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। দুর্গাপুর পৌরসভার সুযোগ্য মেয়র হাজী মোঃ আব্দুস ছালাম, বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু ও কাকৈরগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাচ্চু তালুকদার সহ স্থানীয় পর্যবেক্ষন মহল সংবাদকে জানান, এই মহাসড়কের পাশে ৩-৪টি বড় বড় বাজার সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মহাসড়কে নেই কোন স্পীডব্রেকার, নেই কোন ট্রাফিক পুলিশের ব্যবস্থা, যে যেভাবে পারে সেই

