Adsterra

বরিশালের উজিরপুরে মাদক কারবারী দেবরের হাতে গুরুতর আহত ভাবি

0

বরিশালের উজিরপুরে মাদক কারবারী দেবরের হাতে গুরুতর আহত ভাবি
মাদক কারবারী দেবরের হাতে গুরুতর আহত ভাবি


বরিশাল ব্যুরো চীফঃ

বরিশাল জেলার উজিরপুরে মাদক ব্যাবসায়ী দেবরের হাতে হামলার শিকার হয়েছেন ভাবি। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আহত সুত্রে জানা যায়, উপজেলার ওটরা গ্রামের চিহ্নিত  মাদকসেবী ও মাদক কারবারী মিঠু বেপারী (৪৫), বুধবার  সকাল ৮ টার দিকে বসতবাড়ির আঙ্গিনায় দাড়িয়ে তার বড় ভাই  ইজিবাইক চালক মোঃ লিটন বেপারী (৫০) কে অশ্লীল  ভাষায় গালিগালাজ করে। এসময় লিটন বেপারীর স্ত্রী মোসাঃ সাবিনা ইয়াসমিন (৩৫) প্রতিবাদ করলে মিঠু বেপারী ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঘরের ভিতর ঢুকে তার আপন ভাবি সাবিনা ইয়াসমিনের মাথায় চেয়ার দিয়ে আঘাত করে। এতে তার মাথা ও মুখমণ্ডলে রক্তাক্ত জখম হয়। এরপর আহতকে পরিবারের লোকজন মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে লোকজন লিটনের মেজ ভাইর স্ত্রী তানিয়া বেগমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে ভর্তি করে।

তারপর আহত  সাবিনা ইয়াসমিন ও তার স্বামী লিটন বেপারী এবং জা তানিয়া বেগম সাংবাদিকদের বলেন, মিঠু বেপারী এলাকায় চিহ্নিত মাদক সেবী, মাদক কারবারি ও সন্ত্রাসী। সে এলাকায় মাদক, জুয়াসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। অভিযুক্ত মিঠু বেপারী পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে হামলাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত নারী ও  এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)