Adsterra

খাগড়াছড়ি জেলা পুলিশের অভিযানের ৬৪ লাখ ৪৮ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

0
খাগড়াছড়ি জেলা পুলিশের অভিযানের ৬৪ লাখ ৪৮ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২


খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকার বিদেশি সিগারেট উদ্ধারপূর্বক জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।
(৩০ আগস্ট) দুপুর ১২.৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক তত্বাবধান ও দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এস. আই (নি.) মোহাম্মদ আশিকুর রহমান, এস.আই (নি.) উক্যমং রাখাইন, এস.আই (নি.) নিক্সন চৌধুরী পূর্ব শান্তিপুরস্থ সাধন মাস্টারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা সর্বমোট ১৪টি কার্টুনের মধ্যে ৯২৫ কার্টুন বিদেশি সিগারেট BENSON & HEDGES, MADE IN LONDON , ১৯৭ কার্টুন ORIS সিগারেট, MOND Strawberry ৯২৮ কার্টুন, MOND green apple ৫১০ কার্টুন জব্দ করা হয়।
পাচারকাজে জড়িত আসামি দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়ার হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব (৪২) ও খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার ফুল মিয়ার ছেলে মোঃ রাজু (২৩) কে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ঘটনার সাথে জড়িত অপরাপর লোকজনের বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)