দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা এক-দুই দিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে রেড অ্যালার্ট জারি করলো দেশটির আবহাওয়া দপ্তর।
রেড অ্যালার্ট জারি করার নেপথ্যের কারণ, প্রশাসন মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে বিশেষ কিছু পদক্ষেপ নেবে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। বাকি অর্ধেক ফ্রান্সে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে। তাই সেখানে অরেঞ্জ এলার্ট জারি করেছে দেশটি।
ফ্রান্স-সহ পুরো ইউরোপে এবার প্রচন্ড গরমের তান্ডব চলছে। জলবায়ু পরিবর্তনের ফলেই এই অবস্থা হয়েছে বলে জানান ফ্রান্সের আবহাওয়াবিদগণ। গ্রিস, স্পেন ও সার্ডিনিয়াতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে রয়েছে। মাঝে মাঝে এই তাপমাত্রার পরিবর্তনও লক্ষ্য করা যায়। সম্প্রতি গ্রিস ভয়ংকর দাবানলের গ্রাসে পড়েছে। গত জুলাই মাস ছিল গ্রিসের উষ্ণতম মাস।
দেশটির আবহাওয়াবিদদের মতে, অতিরিক্ত উষ্ণায়নের ফলে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর গ্রিন হাউজ প্রভাবের ফলে আরো বেশি করে গরম হচ্ছে বিশ্বে।
নেচার মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয়েছে, গত বছর (২০২২) ইউরোপে মহাদেশে প্রায় ৬১ হাজার মানুষ তাপপ্রবাহের ফলে মারা গেছেন।

