Adsterra

উজিরপুরে বিভিন্ন মামলার গ্রেফতারি পরনাভুক্ত ও সাজাসহ ৬ আসামি গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ

0

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পরনাভুক্ত ও সাজাসহ ৬ আসামিকে গ্রেফতার করছে উজিরপুর

মোঃ কাওছার হোসেন;

বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পরনাভুক্ত ও সাজাসহ ৬ আসামিকে গ্রেফতার করছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উজিরপুরের বিভিন্ন এলাকা থেকে পরয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত  আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করে। উজিরপুরের হরিদ্রাপুর গ্রামের মৃত আলী আকবর হালাদারের পুত্র মোঃ রাসেল হাওলাদার ২০২৩ সালের ১৫২ নং জি,আর  মামলা ওয়ারেন্ট, কালবিলা গ্রামের চিত্তরঞ্জন বাড়ৈর পুত্র  চিন্ময় বাড়ৈ ২০২২ সালের ১১০ নং জি,আর মামলায় ওয়ারেন্ট, মালিকান্দা গ্রামের মোঃ নুরুল ইসলাম বেপারীর স্ত্রী ফাতেমা খাতুন ২০২৩ সালের ১৮৭ নং সি,আর মামলা ওয়ারেন্ট, রৈভদ্রাদী গ্রমের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ জলিল ২০২৩ সালের ১৯৬ নং সি,আর মামলা ওয়ারেন্ট, নয়াবাড়ী গ্রামের মোঃ খালেক মোল্লার পুত্র মোঃ শহিদুল ইসলাম ২০২৩ সালের ২৪ নং  জি, আর মামলা ওয়ারেন্ট, হারতা গ্রামের ব্রজবাসী মন্ডলের পুত্র  সুখরঞ্জন মন্ডল ২০২১ সালের ১৭৫ নং  সি,আর মামলায় ৪ মাসের সাজা ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা  ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত  মোঃ তৌহিদুজ্জামান  সোহাগ এর নেতৃত্বে এস আই সজিব মন্ডল, এসআই মো: মেহেদী হাসান, এ,এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই মোঃ সুমন তালুকদার, এ,এস,আই মো:বরকত আলি, এ,এস,আই মো: আল মামুন সঙ্গেও ফোর্স নিয়ে সারারাত অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। উজিরপুর মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ দায়িত্ব প্রাপ্ত  মোঃ তৌহিদুজ্জামান  সোহাগ বলেন সারারাত অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)