মোহাম্মদ আলী জিন্নাহ্;
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়খালী বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জোড়খালী বাজারের দুই চাউল ব্যাবসয়াী কে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পাট পরিদর্শক জামালপুরের আবদুল জলিল, মাদারগঞ্জ মডেল থানার এস আই শামিম আল মামুন, ইউএনও অফিসের নাজির মাহমুদুল হাসানসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

