Adsterra

শিবপুরে জাকের পার্টি যুব ফ্রন্ট নেতার বাড়িতে হামলা; আহত মা ও বড় ভাই

0

শিবপুরে জাকের পার্টি যুব ফ্রন্ট নেতার বাড়িতে হামলা; আহত মা ও বড় ভাই

আলম খান;
শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ
গত ৩০ ই আগষ্ট বুধবার আনুমানিক বিকাল সাড়ে ৫ টায়, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন জাকের পার্টি যুব ফ্রন্ট এর সভাপতি আকরাম ভুঁইয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

শিবপুর উপজেলার বইন্যা শিবপুর (শিবপুর কান্দি পাড়া) গ্রামের মৃত: আলাউদ্দিনের স্ত্রী রেহেনা বেগম ও প্রবাসী আলামীন কে নিজ বসত ঘরে ঢুকে জয়নাল (৪২) গং এর নেতৃত্বে রেহেনা বেগম ও প্রবাসী আলামীন কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ও নগদ ২লক্ষ টাকা নিয়ে যায়।

রেহেনা বেগমের ডান হাতের মাঝের আঙুল কেটে পড়ে যায়, আলামীন কে ডান পাশে কাধের নিচে, বাম হাতে মারাত্মক জখম হয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জয়নাল গং পালিয়ে যায়।

আহত রেহেনা বেগম ও প্রবাসী আলামীন নরসিংদী সদর হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় আছে। এই ব্যাপারে আহত রেহেনা বেগম ও প্রবাসী আলামীন স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, প্রবাসী আলামীনের রক্তক্ষরণ হচ্ছে, স্ত্রী রেহেনা বেগমের মাঝখানের আঙুল কেটে পড়ে গেছে, বাকি চারটি আঙুল সেলাই করা, আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)