স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আজি বক্স, পিতা: মৃত তাহাজউদ্দিনের অভিনব কৌশলে প্রকাশ্যে সুদের কারবারি চলছে হরদম। কোনো রকম নিয়মনীতি বা অনুমতির তোয়াক্কা না করেই গড়ে তুলেছেন সুদ কারবারির এক বিশাল সিন্ডিকেট। সুদের কারবারি করার কারণে আজি বক্স স্থানীয়দের কাছে সুদ বক্স নামে পরিচিত। আজি বক্সের নামে অভিযোগ রয়েছে গ্রামের সহজ সরল ও বিপদগ্রস্হ মানুষদের জমির দলিলের বিনিময়ে চক্রবৃদ্ধিহারে সুদের টাকা বাড়বে সেই শর্তে টাকা দেন। গ্রামের অসহায় মানুষেরা আজি বাক্স বা সুুদবক্সে ফন্দি বুঝতে না পেরেই তার পাতানো শর্তে রাজি হয়ে সুদের টাকা নিয়েই পড়ছেন চরম বিপাকে। আজি বক্সের সুদের টাকা যারা নিয়েছে অনেকেই দুই,তিন বা পাঁচগুণ পরিশোধ করেও বয়ে বেড়াচ্ছেন ঋণের বোঝা। তার অত্যাচারে অনেকেই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। অভিযোগ রয়েছে কেউ যদি সুদ দিতে দেরি করেন তবে এই আজি-বক্স তার বাড়ির উপরে যেয়ে গরু,ছাগল হাঁসমুরগি ধরে নিয়ে আসেন। অনুসন্ধানে জানা যায় বর্তমানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের কাছে কয়েক লক্ষ টাকা তিনি সুদে দিয়েছেন, যে টাকার বিনিময়ে প্রতিমাসে শুধু মাত্র সুদ আসে কয়েক লক্ষ টাকা, আর সেই টাকায় সাত নং রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে গড়ে তুলেছেন বিলাশবহুল ভবন। শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী মোঃ জামাল উদ্দিন,রিয়াজুদ্দিন, তোয়াজদ্দিন,আলিম শেখ,সাত্তার শেখ,জামাল মেম্বার (বর্তমান), সহ আরো প্রায় ১০ থেকে ১৫ জন সাংবাদিকদের জানান, আমাদের গ্রামের মানুষের শরীরের রক্ত, রক্ত চোষা জোকের মতো চুষে খাচ্ছে এই আজি-বক্স। সাবেক মেম্বার সাহেব আলী জানান,আমাদের গ্রামে আজি বক্স বা সুদ বক্সের কিছু দালাল রয়েছে যারা অভাবগ্রস্হ কিন্তু জমি আছে এরকম মানুষ খুঁজে বের করে জমির দলিলের বিনিময়ে সুদে টাকা দিয়ে নিঃস্ব করে ছাড়ছেন,আমরা এই সুদখোর আজি বক্সের হাত থেকে বাঁচতে চাই। গ্রামের সহজ সরল মানুষের উপরে সুদের বোঝা চাপিয়ে দিয়ে অমানষিক নির্যাতন করার বিষয়ে কথা হয় অভিযুক্ত সুদখোর আজি বক্স বা সুদ বক্সের সাথে, তিনি সাংবাদিকদের জানান, আমি কোরআন মাথায় দিয়ে বলতে পারি সুদের কারবারি আমার নেই আমি জমির দলিলের বিনিময়ে মানুষকে টাকা দিই বা বন্ধকী রাখি তাছাড়া আমার কোন সুদের কারবারি নাই। সাত নং রঘুনাথপুর ইউনিয়নের অধিকাংশ জনগণের দাবি এই সুদখোর আজি বক্সকে আইনের আওতায় আনা হোক এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হোক।

