মোঃ এনামুল হক (বিপ্লব);
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ এলাকার মোঃ সাইদুল ইসলামে নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন একই এলাকার দুই সন্তানের জননী নুর জাহান বেগম ।
মামলা সূত্রে জানা যায়- আসামি মোঃ সাইদুল ইসলাম, পিতা মোঃ আব্দুল হাই একজন লম্পট, দুঃচরিত্রবান পরনারী লোভী ও ধর্ষক প্রকৃতির ব্যক্তি বটে। আসামি দীর্ঘদিন যাবত নুর জাহানকে কু - প্রস্তাব দিয়ে আসতেছে। বাদী নুর জাহান বেগম কু - প্রস্তাবে রাজী না হলে আসামি সাইদুল ইসলাম সুযোগ খুজতে থাকে। সুযোগ বুঝে ফাঁকা বাড়ি পেয়ে আসামি সাইদুল ইসলাম নুর জাহান বেগমকে জড়িয়ে ধরে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। বাদী নুর জাহান বেগম চিৎকার করিলে এলাকাবাসী এসে সাইদুল ইসলামকে পালিয়ে যেতে দেখে।
এই বিষয়ে ভুক্তভোগী নারী নুর জাহান সাংবাদিকদের বলেন আমি কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে মামলা দায়ের করি যার মামলা নং ১২২/২৩। ওই আসামি সাইদুল ইসলাম এখন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা গরীব বলে কি বিচার পাবো না। আমি এর বিচার চাই।
উক্ত মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ আদালত রাজারহাট সমাজসেবা অফিসারের কাছে পাঠিয়েছে বলে জানা যায়।

