মোঃ কাওছার হোসেন;
বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়নের ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ ২৪ সেপ্টেম্বর রবিবার রাতে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল সদর উপজেলা শাখার কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত রাখার লক্ষ্যে স্মাট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ ১নং রায়পাশা কড়াপুর, ২নং কাশিপুর, ৩নং চরবাড়িয়া, ৪নং শায়েস্তাবাদ, ৫নং চরমোনাই, ৬নং জাগুয়া, ৭নং চরকাউয়া, ৮নং চাঁদপুরা, ৯নং টুংগিবাড়িয়া, ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হলো। সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন- বরিশাল সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করার পাশাপাশি বরিশাল সদর উপজেলায় নতুন কমিটি দেয়ার প্রস্তুতি চলছে। এতে করে সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।

