Adsterra

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা গাইড ক্যাম্প সমাপনী

0


মোহাম্মদ আলী জিন্নাহ;

মাদারগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে গার্ল গাইড ক্যাম্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইড, ময়মনসিংহ অঞ্চল মাদারগঞ্জ উপজেলা শাখা গার্ল গাইড ক্যাম্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল।  এ সময় বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সিনিয়র শিক্ষক ও গালস্ গাইড কমিশনার নাজমা জাহান, সহকারী শিক্ষিকা শাহিদা আক্তার, ময়মনসিংহ অঞ্চলের রেঞ্জার হাদিয়া জাহান উপস্থিত ছিলেন । মোট ১০ বিদ্যালয়ের গালস গাইড এর শিক্ষার্থীরা অংশ নেয়  জোনাইল উচ্চ বিদ্যালয়, নব্যচর স্কুল  অ্যান্ড কলেজ, আদারভিটা উচ্চ বিদ্যালয়, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়,কে পি এইচ আর্দশ উচ্চ বিদ্যালয়, ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়,নূরুন্নাহার মহিলা ডিগ্রী কলেজ, মির্জা  রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফাতেমা খান মামুদ উচ্চ বিদ্যালয়।  এ সময় স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ১৪ ও ১৫ অক্টোবর/২০২৩ দীক্ষা  দান, গাইডের  মৌলিক  বিষয়, সাংস্কৃতিক বিষয়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা  বিষয়, মাক্স তৈরি  ও হাতের কাজ সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, অত্র প্রতিষ্ঠান প্রধান সকল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)