Adsterra

উজিরপুরে প্রতিবন্ধী হত্যার ৩৬ দিন পরেও উদঘাটন হয়নি রহস্য

0
বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামে প্রতিবন্ধী শ্রমিক হত্যার ঘটনা ৩৬ দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন


মোঃ কাওছার হোসেন;

বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামে প্রতিবন্ধী শ্রমিক হত্যার ঘটনা ৩৬ দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন হয়নি অতঃপর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতারকৃতা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের মোঃ জামাল খান(৩৮) ও মোঃ সৌরভ খান (২৩)। কিন্তু জিজ্ঞসাবাদে কোন রহস্য বের হয়নি। উল্লেখ্যে- ৩০ আগষ্ট সকাল সাড়ে ৮ টায় উজিরপুর উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাবেয়া বেগমের বসতবাড়ির সামনে থেকে মেহেদী হাসান নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ২৮ আগষ্ট রাত ১০টা থেকে মশাং গ্রামের মোঃ কাসেম বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান বেপারী(২২) নিখোঁজ হয়েছিলো। এরপর দুই দিন পরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্রমিকের মুখমন্ডল রক্তাক্ত, ফুলা ও গলায় ফাঁসের দাগ এবং অন্ডকোষ ফাটা ক্ষত ছিলো। মোঃ মেহেদী হাসান শারিরিক প্রতিবন্ধী, তার ডান পা ছোট ও বাকা ছিল। সে গাছ কাটা শ্রমিকের কাজ করতো। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। নিহতের বাবা মোঃ আবুল কাশেম বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে কোন হত্যার বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ২৯ সেপ্টেম্বর নিহতের পরিবার মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের বাবা মোঃ আবুল কাশেম বেপারী জানান, হত্যার ঘটনা একমাসের বেশি সময় পাড় হলেও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তাই মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলাটির তদন্তভার বরিশাল জেলা ডিবি পুলিশের কাছে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)