মোহাম্মদ আলী জিন্নাহ;
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২ নভেম্বর/২০২৩ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে
সমন্বয় সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ উদ্বোধন করা হয়েছে। মাদারগঞ্জ শহর যুবলীগের সভাপতি মাহবুব হাসান মিনহাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর হাসানুজ্জামান সাগর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন ও বদরুল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী, সাংগঠনিক সম্পাদক সিজান হাসান সুজন, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় উপজেলা,শহর,ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সদস্যরা একশত টাকা দিয়ে সদস্য নবায়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২ নভেম্বর তারুণ্যের জয়যাত্রার সমাবেশস্থলে প্রতিটি ওয়ার্ড থেকে যুবলীগের নেতৃত্বে মিছিল নিয়ে আসার আহবান জানান।
