উজিরপুর সংবাদদাতা;
বরিশালের উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীর শাখা কচা নদীর তীরে ব্যবসায়ী সিরাজুল ইসলামের বিলাসবহুল বাংলো বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হারতা ইউনিয়নের ১ নং খতিয়ানের ১৩ নং মৌজার ১২৩৫ নং দাগের কচা নদীর শাখা তীরে অবৈধ জমিতে সিরাজুল ইসলাম এক ব্যক্তি বিলাসবহুল বাংলো বাড়ি তৈরি করেন। ভবনটি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নোটিশ প্রদান করলেও ক্ষমতার দাপটে স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে। জেলা প্রশাসক দীর্ঘ তদন্ত সাপেক্ষে গত নয় জুলাই স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ প্রদান করে। একই সাথে সাত দিনের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগে উচ্ছেদের নির্দেশ প্রদান করেছিলেন। প্রভাবশালী সিরাজুল কোন পদক্ষেপ না নিলে, আজ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইসমাম উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সেই সঙ্গে একটি ভেকু দিয়ে অবৈধ বাংলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী কচা নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।
উজিরপুর মডেল থানার এস আই তরুন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জালাল উদ্দিনসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

