মোহাম্মদ আলী জিন্নাহ;
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে পুলিশ আর জনতার ধাওয়ায় ট্রাকসহ গরু উদ্ধার। ট্রাক ও গরু রেখে পালিয়ে গেল ৫ চোর। মঙ্গলবার ভোর পৌনে ৫ টায় জামালপুরের মেলান্দহ উপজেলার জগতপাড়া এলাকার পাকা রাস্তার উপরে ট্রাক ও গরু রেখে পালিয়ে যায় ৫ জন গরু চোর। জানা গেছে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়া বেতাগাঁ এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে আজিজুল হক চাঁন এর গোয়াল ঘর থেকে ৩ টি গরু ট্রাকে তোলার পর চোরের উপস্থিতি জানতে পারায় ট্রাক ও গরু নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে এলাকা ছাড়ে ততক্ষণে ডিউটি অফিসারের নম্বরসহ ৯৯৯ এও কল করে। পরে স্থানীয়রা ও মডেল থানার এস আই জিন্নত আলী জিন্নাহ, ফারুক আহমেদ, তপন চৌধুরী, পুলিশের সঙ্গীয় ফোর্স সহ স্থানীয়দের মধ্যে সোহাগ,রিয়াদুল ইসলাম সুমন,রিংকু ও আল মামুনসহ তারা ধাওয়া করলে আনুমানিক ২৫ কিঃ মিঃ দুরে মেলান্দহ উপজেলার জগতপাট্টা গ্রামের পাকা রাস্তার উপর গাড়ী ও গরু রেখে পালিয়ে যায় ৫ জন গরু চোর। আটককৃত গরুবাহী ট্রাক এর রেজিঃ নং মেট্রো ড ১২-৫২-৬১ । এ ঘটনায় গরুর মালিক আজিজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ১১, তারিখ ৩১/১০/২০২৩ ইং। বেতাগাঁ'র সোহাগ ও রিয়াদুল ইসলাম সুমন জানান ৩ গরু গোয়াল ঘর থেকে গাড়ীতে তোলার পর মালিকের উপস্থিতি জানতে পেরে আরো ১ টি গরু ছেড়ে দিয়ে দ্রুত গাড়ী নিয়ে এলাকা ছাড়ে এই চোরচক্র পরে পুলিশকে অবগত করার পর পুলিশ ও আমরাসহ ধাওয়া করি গরুবাহী ট্রাক মনে হয় ১২০ গতি টেনে গিয়ে মেলান্দহের জগতপাট্টা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ করতে না পেরে গরুবাহী ট্রাক রেখে পালিয়ে যায় ৫ জন চোর। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এস আই ফারুক আহমেদ জানান থানায় কল করলে আমরা প্রস্তুুতি নিতেই গরু'র মালিকের লোকজনসহ থানায় চলে আসে এবং একসাথে ধাওয়া করলে মেলান্দহের জগতপাট্টা এলাকায় গিয়ে ট্রাক ও গরু উদ্ধার করি, মঙ্গলবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় গরু'র মালিক আজিজুল হককে ৩ টি গরু হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান ৩ টি গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় মেলান্দহের জগতপাট্টা এলাকায় রেখে পালিয়ে যায় চোর গুলো সেখান থেকে পুলিশ ট্রাক ও গরুসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে একটি অজ্ঞাত মামলা করেন।
