Adsterra

জামালপুর-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন নৌকার মাঝি জননেতা মির্জা আজম

0

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  জননেতা মির্জা আজম এমপি  জামালপুর-৩ আসনের


👤 মোহাম্মদ আলী জিন্নাহ;

মাদারগঞ্জ  প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  জননেতা মির্জা আজম এমপি  জামালপুর-৩ আসনের  মনোনয়ন পত্র জমা দিলেন। 

বৃহস্পতিবার দুপুরে  মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন  জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে টানা  ৬ বারের নির্বাচিত সাংসদ মির্জা আজম এমপি। এ   সময়  জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক ছাবিনা ইয়াছমিন,  সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির ও আলহাজ্ব মোঃ দৌলত জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা  ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল  সহ উপজেলার কয়েকজন নেতৃবৃন্দ।   উপজেলা চত্বরে অবস্থান করছিলেন উপজেলা, শহর,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা শেষে  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি ও নৌকার  পক্ষে উপজেলা চত্বরে  স্লোগান দেন নেতৃবৃন্দরা।  এরপূর্বে তিনি বাবা মরহুম আলহাজ্ব মির্জা আবুল কাসেম ও মা মরহুমা নুরুন্নাহার বেগম এবং ভাই মরহুম মির্জা গোলাম মোস্তফা'র কবর জিয়ারত করেন ।  মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও  মির্জা আজম এমপি সহ সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায়  বিশেষ মোনাজাত করা হয়।  জামালপুর- ৩ আসনে মাদারগঞ্জ থেকে নুরুল ইসলাম নামে একজন স্বতস্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)