👤 নুরুল ইসলাম আসাদ;
প্রকাশক ও সম্পাদকঃ
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর ময়মনসিংহগামী সুপারি ভর্তি বাসে অগ্নি সংযোগ হয়েছে।
উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কে ক্রসফায়ার নামক স্থানে ২৬ নভেম্বর রোববার ভোর ০৪ টার দিকে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী গাছ ফেলে রাস্তা অবরুদ্ধ করে সুপারি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে।
ট্রাক চালক কাওসার হোসেন খান জানান, শনিবার গত ২৬ নভেম্বরে রাতে বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে ভোর রাতে বামরাইল এলাকার সাবেক ইউ.পি. সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে আমার ট্রাকটি থামায়। পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী থানা'র ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ১০-১২ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় একটি মামলা রজুর প্রস্তুতি চলছে।

.png)