Adsterra

উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি শিপন মোল্লা ও সাধারণ সম্পাদক নাসির শরীফ নির্বাচিত

0


জেড. এইচ. রানা;
উজিরপুর প্রতিনিধিঃ
উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক (২০২৩) নির্বাচনে সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা (দৈনিক দক্ষিণ অঞ্চল) ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরীফ (দৈনিক বাংলা খবর প্রতিদিন) নির্বাচিত হন ।
বৃহস্পতিবার ২ নভেম্বর উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম শিপন মোল্লা সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীর মাঝে মোঃ নাসির উদ্দীন শরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ২ জন। তারা হলেন মোঃ কাওছার হোসেন (দৈনিক সমাচার) ও বি.এম. রবিউল ইসলাম (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছে। এছারাও প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আরও ১৭ জন বিভিন্ন পদে প্রার্থী নির্বাচিত হয়েছে।

সকাল ১০টা থেকে এক উৎসবমুখর পরিবেশে নানামুখী প্রচারণার মধ‍্যদিয়ে দুপুর ২ ঘটিকায় ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে উজিরপুর উপজেলার জননন্দিত পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী ভোট গণনা শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এসময় মেয়র বলেন, এই নির্বাচন উজিরপুর উপজেলায় স্বরণীয় হয়ে থাকবে। পূর্বে কখনও এরকম ভোটের মাধ্যমে নির্বাচন হয় নি। তিনি নির্বাচন প্রস্তুতি কমিটিকে ধন্যবাদ জানিয়ে দেশের অন্যান্য উপজেলার প্রেসক্লাবের প্রতি এমন নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানা'র ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান, বরিশাল জেলার পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও টিভি মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ উপজেলার সিনিয়র সাংবাদিক ও এলাকার সুশীল সমাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন প্রস্তুত কমিটির আহবায়ক নুরুল ইসলাম হাওলাদার, সদস‍্য সচিব খবির উদ্দিন হাওলাদার, সদস‍্য সরদার সোহেল ও রফিকুল ইসলামের দ্বায়িত্বশীল কর্মকান্ডে উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)