কাওছার হোসেন;
বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃবরিশালের উজিরপুরের ইচলাদীতে সিয়াম মেডিসিন কর্ণার থেকে প্রায় ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ঔষধ চুরির অভিযোগ পাওয়া গিয়েছে।
০২ নভেম্বর রাত আনুমানিক ১০:৩০ মি. থেকে ০৩ নভেম্বর সকাল ৬:৪৫ মি. ঘটিকার মধ্যে উক্ত চুরির ঘটনাটি ঘটে। সিয়াম মেডিসিন কর্ণার এর স্বত্বাধিকারী মোঃ জসীম উদ্দিন ফরাজী। তিনি উজিরপুর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের (ইচলাদী) বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, জসীম ফরাজীর ইচলাদীতে সিয়াম মেডিসিন কর্ণার নামে একটি ঔষধ ব্যবসায়ের একটি দোকান রয়েছে। তিনি ০২ নভেম্বর রাত ১০:৩০ মি. ঘটিকায় তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যায়। ০৩ নভেম্বর সকাল ৬:৪৫ মি. ঘটিকায় ইচলাদী বাস স্ট্যান্ডের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক লিয়াকত শেখ মুঠোফোনে জসীম ফরাজীকে জানায় সিয়াম মেডিসিন কর্ণার এর পূর্ব পাশের সাটারের তালা ভাঙ্গা। পরবর্তীতে জসীম ফরাজী দ্রুত ঘটনাস্থলে এসে মোটরসাইকেল চালক লিয়াকত শেখ ও আশপাশের দোকানদারদেরকে সাথে নিয়ে সিয়াম মেডিসিন কর্ণার এর সাটার জাগিয়ে দোকান পরিদর্শন করে। জসীম ফরাজী তার দোকান ভালো করে অবেক্ষণ করে স্থির করে যে, তার দোকান থেকে বিভিন্ন কোম্পানির মিলিয়ে প্রায় ২৫০০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ঔষধ চুরি হয়ে গিয়েছে।
এরপর তিনি কিছু অজ্ঞাত লোকে বিবাদী করিয়া উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানা'র অফিসার্স ইনচার্জ জাফর আহমেদ বলেন, বিষয়টি এস.আই মেহেদীকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
