![]() |
| নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কা, উজিরপুরে পাঁচ ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচি |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনের কবল থেকে পাঁচটি ইউনিয়নকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। ৩০ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় বড়াকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনটি পরিচালনা করেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন। বক্তারা সন্ধ্যা নদী ঘেঁষা সাকরাল, নারিকেলি, ও চাউলাহার এলাকায় অবিলম্বে বাধঁ নির্মাণের জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, উপজেলা যুবদলের সদস্য মোঃ আনিচুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, মোঃ ছরোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিক মল্লিক, ছাত্রদল নেতা মোঃ আরিফ হোসেন, মোঃ আলী জাকের মল্লিক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাজাহান ঢালী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা শিবিরের তদারককারী মোঃ রমজান আলী এবং ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, উজিরপুর-সাতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর ভাঙনের ফলে পাঁচটি ইউনিয়নের মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। ভাঙন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য সম্পদে বিপর্যয় নেমে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, দাবি উপেক্ষিত হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, ভাঙন রোধে জনদাবি বিবেচনায় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

