
হারতায় চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের জোরালো প্রতিবাদ
সভায় সভাপতিত্ব করেন হারতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. বাবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এ.কে.এম আতিকুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. খোকন ডাকুয়া।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “যারা একসময় রাষ্ট্রক্ষমতা দখল করে সাধারণ শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো, তারাই এখনো নানা কৌশলে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এটা বরদাশত করা হবে না। শ্রমিকদের রক্ষা করতেই আমরা আন্দোলনে নেমেছি।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের এক টাকাও কেউ জোর করে নিতে পারবে না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা আইনগতভাবে এবং সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”
বিশেষ অতিথি খোকন ডাকুয়া বলেন, “শ্রমিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কেউ কারো কাছে চাঁদা দেব না। বরং যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন: থ্রি-হুইলার শ্রমিক দলের সভাপতি মো. হান্নান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত গাজী, প্রচার সম্পাদক মো. জুয়েল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কগণ—মো. বেলাল হোসেন, মো. ফোরকান হোসেন, মো. রাসেল ফকির, মো. সিরাজুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও শ্রমিক নেতা মো. মিলনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা একসুরে বলেন, শ্রমিকদের ঘামের টাকায় চলে দেশ। তাই তাদের হয়রানি বা শোষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি কেউ চাঁদাবাজিতে লিপ্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।
