পরে উপজেলা ভূমি অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কানুনগো ও সার্ভেয়ার মোঃ এনামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাইল ইউনিয়ন প্রশাসক আবুল কালাম আজাদ, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাওসার হোসেন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান এবং সাবেক সার্ভেয়ারসহ আরও অনেকে।
আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল ইসলাম খান বলেন, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজেই নামজারি করা যায়, এতে কোনো দালাল বা বাড়তি খরচের প্রয়োজন হয় না। ই-নামজারি, অনলাইন পেমেন্ট, ডিজিটাল নকশা যাচাইসহ আধুনিক সেবাসমূহ ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখছে। তিনি উপস্থিত নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা বলেন, নাগরিকদের মধ্যে কর প্রদানের অভ্যাস গড়ে না উঠলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ঘরে বসেই এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সম্ভব, এই সুবিধার ব্যাপারে সবাইকে জানাতে হবে। ভূমি জালিয়াতি ও প্রতারণা রোধে প্রয়োজন নিয়মিত হালনাগাদ ও কর পরিশোধ, যাতে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত রাখা যায়।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের প্রতিটি জেলা প্রশাসন কার্যালয়সহ উপজেলা, সার্কেল এবং ইউনিয়ন ভূমি অফিসে একযোগে এই ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। এ সময় উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ভূমি মালিক ও সচেতন নাগরিকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে ভূমি-সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবা গ্রহণের আগ্রহও বেড়েছে বলে জানান আয়োজকরা।

