উজিরপুর প্রতিনিধিঃ
উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপী ‘শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ২০২৫’-এর দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিআরএসএস ও উজিরপুর এপি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় শিশুদের পুষ্টিহীনতা, মানহীন শিক্ষা, বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু অধিকার লঙ্ঘনের মতো পাঁচটি প্রধান সমস্যা চিহ্নিত করা হয়।
দিনব্যাপী এই কর্মসূচি পরিচালনা করেন উজিরপুর এপি-এর এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি। অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনা, উপস্থাপনা ও পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে সমস্যাগুলোর প্রকৃতি নির্ধারণ করেন এবং স্থানীয় বাস্তবতায় উপযোগী সমাধান খুঁজে বের করার চেষ্টায় যুক্ত হন। কর্মশালায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, প্রশাসন, উন্নয়ন সংস্থা ও সাংবাদিক প্রতিনিধিরা। সকলেই সম্মিলিতভাবে সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় উত্থাপিত সুপারিশ ও অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে একটি সমন্বিত শিশু উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ করলে উজিরপুরকে একটি শিশুবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সিআরএসএস পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ হালদার, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, এম অ্যান্ড ই স্পেশালিস্ট সিনথিয়া তন্বী, সিডিও আহসান সুমন ও এ্যানিমিতা, শোলক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সাতলা ইউপির শঙ্কর রায়, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ কাওসার হোসেন, নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান, রফিকুল ইসলাম এবং উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মাহফুজুর রহমান।

