Adsterra

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিশাল প্রতিবাদ সমাবেশ

0

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার (৩ মে ২০২৫) বিকাল ৩টায় চট্টগ্রামের লালদীঘি চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার (৩ মে ২০২৫) বিকাল ৩টায় চট্টগ্রামের লালদীঘি চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী এবং সঞ্চালনায় ছিলেন মাষ্টার আবুল হোসাইন ও সৈয়দ মুহাম্মদ আবু আজম।

সমাবেশে শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেন,  “বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের নির্লিপ্ততা বিচার ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করছে। রইস উদ্দিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে। মামলা পর্যন্ত নেয়নি পুলিশ।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, এটি পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। আমরা এর ন্যায়বিচার চাই। যদি খুনিদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।”

মুফতি অছিয়র রহমান বলেন, “সুন্নী জনতার ওপর এমন বৈষম্য আর চলতে পারে না। সরকার যদি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঠেকাতে চায়, তাহলে অবিলম্বে রইস হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”

আল্লামা জুবাইর বলেন, “একজন ইমাম ও খতিবকে এভাবে হত্যা এবং পরে ন্যায়বিচার না হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুন্নী জনতা রাজপথ ছাড়বে না, যতক্ষণ না বিচার নিশ্চিত হয়।”

বক্তারা রাখাইন ‘মানবিক করিডোর’ প্রকল্পকে দেশের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেন। তারা বলেন, “এই করিডোর বাস্তবায়ন হলে দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হবে।”

এছাড়াও নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী সুপারিশ বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানান আলেম সমাজ।

ঘোষিত কর্মসূচি: 

৪ মে (রবিবার):মার্চ টু গাজীপুর

৫ মে (সোমবার): সর্বাত্মক অবরোধ

গ্রেপ্তার না হলে: হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সমাবেশ শেষে হাজারো জনতা লালদীঘি ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)