
উজিরপুর পৌরসভায় ৬৮৯ মিটার আরসিসি রাস্তা নির্মাণের শুভ উদ্ভোদন
নিজস্ব প্রতিবেদক, উজিরপুরঃ
বরিশালের উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে শুরু হয়েছে বহু প্রত্যাশিত আরসিসি (RCC) রাস্তা নির্মাণ প্রকল্প। বুধবার (৭ মে) বেলা ১১টায় বিমল কর্মকারের বাড়ি থেকে সহদেব দাসের বাড়ি পর্যন্ত ৬৮৯ মিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মাঈনুল ইসলাম।
নির্মাণ কাজ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা যুবদল নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান সরদার, যুবদল নেতা ফয়সাল সিকদার এবং ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ রাহাদ সিকদারসহ আরও অনেকে।
এছাড়াও একই দিনে পৌরসভার মাদার্শী গ্রামেও একটি নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে পৌর এলাকার মানুষ এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার দিকে এক ধাপ এগিয়ে গেল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নির্মাণের মান বজায় রাখা, সময়মতো কাজ সম্পন্ন করা এবং স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। এদিকে নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
