উজিরপুর প্রতিনিধিঃ
ঈদ-উল আযহাকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে চামড়া সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মোঃ আলী সুজার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, চামড়া ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় ইউএনও বলেন, “প্রতিবছর ঈদের পর কোরবানির পশুর চামড়া যথাযথভাবে প্রক্রিয়াজাত না হওয়ার কারণে বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হয়। এর ফলে দেশের আর্থিক ক্ষতির পাশাপাশি সমাজের অসহায় মানুষরাও বঞ্চিত হয়। সেই জায়গা থেকে আমরা আগে থেকেই প্রস্তুত হয়ে এই ক্ষতি রোধে কাজ করছি।” তিনি অংশগ্রহণকারীদের চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক নিয়ম এবং সময়সীমা নিয়ে দিকনির্দেশনা দেন।
সভায় অংশগ্রহণ করেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ কাওছার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, চামড়া ব্যবসায়ী মোঃ বাদশা সরদার, মোতালেব হোসেনসহ অনেকেই। উপস্থিত ছিলেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন, এতদিন ঈদের সময় শুধু দানের ওপর নির্ভর করে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হতো, কিন্তু প্রশাসনের সরাসরি নির্দেশনা ও লবণ সরবরাহের মতো সহায়তা তারা আগে কখনও পাননি। এবার সময়মতো প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকায় তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশা করেন।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের হাতে হাতে প্যাকেটজাত লবণ তুলে দেওয়া হয় যাতে তারা ঈদের দিন কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করতে পারেন। ইউএনও বলেন, “এই লবণ শুধু একটি উপকরণ নয়, এটি একটি সচেতনতার প্রতীক। আমরা চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটিও চামড়া যেন নষ্ট না হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে আখ্যায়িত করেন। তাদের মতে, এটি কেবল চামড়া রক্ষা করবে না, বরং সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে যে সরকার এবং জনগণ একসাথে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।
