ফেনী পলিটেকনিকে র্যাগিংয়ের অভিযোগ: সাধারণ শিক্ষার্থীদের ওপর রাতভর নির্যাতন
জসিম উদ্দিন || ফেনী
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে কথিত “বড় ভাইদের” দ্বারা র্যাগিং ও নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা-এমন গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে কথিত বড় ভাইদের একটি দল হোস্টেলের দ্বিতীয় তলায় প্রবেশ করে প্রায় ৫০ থেকে ৬০ জন সাধারণ শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় এক শিক্ষার্থী নির্যাতনের কারণ জানতে চাইলে এক বড় ভাই বলেন, “আমরাও মার খেয়েছি, তোদেরও মার খেতে হবে।”
অভিযোগে আরও বলা হয়, বড় ভাইরা শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে বলেন- “আমাদের কথামতো চলতে হবে, আমরা যা করতে বলবো তাই করতে হবে, না হলে এখানে থাকতে পারবি না।”
নির্যাতনের ঘটনায় আহত শিক্ষার্থীদের শুক্রবার সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। তবে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থীদের রিলিজ দেয়।
এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর মা ঢাকা থেকে এসে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। অভিযোগ রয়েছে, এ সময় অধ্যক্ষ তাকে বলেন- “বিষয়টি আমরা দেখবো, আপনি মামলা করবেন না।”
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, বড় ভাইদের অনুমতি ছাড়া তারা গোসল করা, বাইরে যাওয়া এমনকি শার্ট কীভাবে পরবে-এসব বিষয়েও স্বাধীনতা পান না। প্রতিটি কাজ বড় ভাইদের নির্দেশ অনুযায়ী করতে বাধ্য করা হয়। নির্দেশ অমান্য করলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে দাবি করেন তারা।
ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।