শ্রমিক লীগের উদ্যোগে বিএনপি-জামতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ
![]() |
| শ্রমিক লীগের উদ্যোগে বিএনপি-জামতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বিএনপি-জামতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার মুক্তিযুদ্ধ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লার সভাপত্বিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম মৃধা, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার, সাধারন সাধারন সম্পাদক রিপন মোল্লাসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

