উজিরপুরে বিএনপি'র অবস্থান কর্মসুচিতে বাঁধা ও হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
![]() |
| উজিরপুরে বিএনপি'র অবস্থান কর্মসুচিতে বাঁধা ও হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
উজিরপুরে বিএনপি'র অবস্থান কর্মসুচিতে বাঁধা ও হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলার মাতৃমঙ্গল নিজ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওয়নোকুল ইসলাম টিপু বলেন, সারাদেশের ন্যায় ১০ দফা দাবীতে উজিরপুর বিএনপি মুক্তিযোদ্ধা চত্বরে শান্তিপূর্ন ভাবে অবস্থান কর্মসুচি করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের উপর শ্রমিক, যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ইহাতে বিএনপি’র ছয়জন নেতাকর্মি আহত হয়। পরবর্তীতে আহতরা চিকিৎসা নিতে বিভিন্ন স্বাস্থ্যসেবা সংস্থায় যান। তিনি আরও বলেন, আগামীতে ইউনিয়ন পর্যায়ে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে । এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

