![]() |
| হামলার শিকার অসহায় বিধবা ও দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী |
উজিরপুর, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে প্রতিপক্ষের হামলা গুরুত্বর আহত হয়েছে এক বিধবা ও তার মেয়ে স্কুলছাত্রী। এ ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী লাইজু বেগম।
আহত সুত্রে জানা যায়,
উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত আলামিন সরদারের স্ত্রী লাইজু বেগমের সাথে ওই বাড়ির জয়নাল সরদারের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ১৪ আগষ্ট সোমবার সকাল ৭ টার দিকে মোঃ জয়নাল সরদার ও তার স্ত্রী নুরজাহান বেগম, মেয়ে দুলুফা বেগম, পারভীন বেগম মিলে অতর্কিত হামলা চালিয়ে অসহায় লাইজু বেগম ও তার মেয়ে ১০ম শ্রেনিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানান অসহায় বিধবা লাইজু বেগম।
এ ব্যাপারে আহত লাইজু বেগম সাংবাদিকদের কান্না করে বলেন, আমার স্বামী ৫ বছর পূর্বে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে আমি মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানদের নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে কোন রকম বেঁচে আছি। আমার স্বামী না থাকার সুযোগে আমাকে বসতবাড়ি থেকে উৎখাত করার পায়তারা চালাচ্ছে ওই ভূমিদস্যু প্রভাবশালীরা। এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে। এছাড়াও আমার অবুঝ মেয়ের পায়ে টেঁটা দিয়ে আঘাত করেছে এবং লাঠি দিয়েও পিটিয়েছে। আমি এর বিচার চাই।
তিনি আরো জানান,
জয়নাল সরদার হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নাটক সাজিয়ে তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেউ আঘাত প্রাপ্ত হয়নি।
এদিকে অভিযুক্ত নুরজাহান বেগম জানান, বসতঘরের জমি নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় লাইজু বেগম টিনের চালা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। তবে উজিরপুর হাসপাতালে ভর্তি হয় লাইজু বেগম ও তার মেয়ে অনামিকা এবং প্রতিপক্ষ নুরজাহান বেগম।
উজিরপুর মডেল থানার এস.আই আশিক জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘরের কাজ করায় উভয় পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। বিষয়টি নিয়ে জয়নাল সরদারের একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্ত করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

