![]() |
| উজিরপুরে জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঢল |
নুরুল ইসলাম আসাদ,
বরিশাল ব্যুরো চীফঃ
বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ
সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৮ টায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নেতাকর্মীরা।
সকাল ৯টায় একটি শোক মিছিল উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে। এসময় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শোককে শক্তিতে পরিনত করে বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি ও নৈরাজ্য প্রতিহত করতে হবে।
পরবর্তিতে বেলা ১১টায় উজিরপুর মহিলা কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বর্তমান সংসদ সদস্য মোঃ শাহে আলম, সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনির, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারি কমিশনার ভূমি, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.বি.এম মিজানুর রহমান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারন সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উজিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

