বরিশাল জেলা ব্যুরো চীফঃ
বরিশাল জেলার উজিরপুরে ৫ম শ্রেনির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামের মৃতঃ নাজেম সিকদারের ছেলে তিন সন্তানের জনক আকাব্বর সিকদার (৬০) গত বুধবার সকাল ১০ টার দিকে ওই গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে শিশুটির পরিবার টের পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে আকাব্বর সটকে পড়ে।
এদিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ২২ আগষ্ট বরিশাল আদালতে অভিযুক্ত লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অভিযুক্ত'র বড় ছেলে জসিম উদ্দিন সিকদার ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে।
অভিযুক্তকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন হতদরিদ্র ছাত্রীর পরিবার।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

