![]() |
| শ্রেষ্ঠ এসআই নির্বাচিত উজিরপুর মডেল থানার |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
দক্ষিণ বঙ্গের বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হলেন উজিরপুর মডেল থানার এস.আই রাকিবুল ইসলাম। জুলাই ২০২৩-এ জেলার সামগ্রিক পারফর্মেন্স এর ভিত্তিতে বরিশাল জেলাrর শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর মনোনীত করা হয়েছে বলে পুলিশ সুপার দপ্তর থেকে জানা যায়।
২২ আগস্ট সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম এর সভাপতিত্বে এ সাব ইন্সপেক্টর কে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার এস. আই রাকিবুল ইসলাম জানান, জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেয়ে কাজের গতি আরো বেড়ে গেলো। এজন্য বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম পিপিএম সার্কেল ফরহাদ সরদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুল ইসলাম ও তার সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

