Adsterra

২১ বোতল ভারতীয় মদসহ ২ ব্যবসায়ী আটক

0

 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিষেশ অভিজানে ২১ বোতল ভারতীয় McDowells No-1  মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

মিজানুর রহমান;

বিশ্বম্ভরপুর সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিষেশ অভিজানে ২১ বোতল ভারতীয় McDowells No-1  মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর থানার  এসআই (নিরস্ত্র) আনন্দ চন্দ্র এর নেতৃত্বে  বিশ্বম্ভরপুর থানাধীন ৪নং বাদাঘাট দক্ষিণ ইউপির ভাটিপাড়া গ্রামের জনৈক ওহাব মিয়া (৫০) এর বাড়ির পাশের রাস্তায় ২১ বোতল মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিশ্বম্ভরপুর থানায় নিয়ে আসেন। 


আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নাতির পুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ কুদ্দুছ মিয়া (৫০) ও হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের জিতু মিয়ার ছেলে মোরছালিন মিয়া ওরফে মোস্তাকিম (২৬)।

তাদের বিরুদ্ধে মাদক আইনের আওতায় 1974 U/S 25-B ধারায় একটি মামলা দায়রে করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানায় অফিসার ইনচার্জ শ্যমল বনিক জানান, গোপন সংবাদে নিয়মিত অভিযান পরিচালনা করে মদসহ ২ ব্যবসায়ী আটক করে কোর্টে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)