Adsterra

১৬ জন জামাত ইসলামি সদস্য গ্রেফতার

0

১৬ জন জামাত ইসলামি সদস্য গ্রেফতার


মো: মোরসালিন ইসলাম;

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে জুম্মার নামাজ শেষ দক্ষিণ সাংগঠনিক জেলা  জামান ইসলামি শুক্রবার  ১৫ সেপ্টেম্বর সময় ২ টা ৩০ মিনিটে  বিরামপুর বাজারের গারোয়ানপাড়া মোড় হইতে আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ জামায়েত ইসলামী দলের লোকজন নেতাকর্মী একত্রিত হয়ে গারোয়ানাপাড়া মোড় বগুড়া টু দিনাজপুরগামী মহাসড়কে রাস্তার উপর যান-চলাচল বিঘ্ন করে এবং নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা করে যা অর্ন্তঘাত মূলক কর্মকান্ডের সৃষ্টি করে এবং সাধারন মানুষের সহজতর চলাচলের বিঘ্ন সহ ভিতির সৃষ্টি করে। ইহা ছাড়াও উক্ত জামাতের  নেতাকর্মীগন মহাসড়কে চলাচলকারী যানবাহনে অতর্কিত হামলা করায়  প্রাক্কালে তাহাদের মধ্যে হইতে  ঘটনাস্থল হইতে ১৬ জনকে গ্রেফতার করে। বিরামপুর থানার ইনর্চাজ সুব্রত কুমার  সরকারের সাথে কথা হলে তিনি বলেন মামলা কার্যক্রম  প্রক্রিয়াধীন মামলা হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ   করা হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)