মোঃ এনামুল হক (বিপ্লব);
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা জানালো রাজারহাট মডেল প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাজারহাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা শুভেছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার রাজারহাট উপজেলায় নির্বাহী কর্মকর্তার শেষ কর্মদিবস। উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের পরবর্তী কর্মস্থল লালমনিরহাট। লালমনিরহাটে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমকে শুভেচ্ছা স্বারক প্রদান করেন, রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ আব্দুর রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার-প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
রাজারহাট মডেল প্রেসক্লাবের সংবাদকমীগণ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমকে ধন্যবাদ জ্ঞাপন এবং আগামীতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

