মোহাম্মদ আলী জিন্নাহ;
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ শ্লোগানে মাদারগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ১২ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় র্যালী শেষে আলোচনা সভা এবং মহড়ার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। এ সময় বিআরডিবি এর চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্ল্যাহ , ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ সাংবাদিকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রাণিসম্পদ অফিস এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । অগ্নি নির্বাপক যন্ত্রের মহড়ায় প্রশিক্ষণ প্রদান করেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মোঃ আলফাজ হোসেন। এ সময় দুর্যোগকালীন কিভাবে সাইলেজ তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্ব এখন রোল মডেল। তাই যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহবান জানান।

