Adsterra

মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

0

অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ শ্লোগানে মাদারগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ১২

মোহাম্মদ আলী জিন্নাহ;

মাদারগঞ্জ প্রতিনিধিঃ

"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ শ্লোগানে মাদারগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ১২ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় র‍্যালী শেষে আলোচনা সভা এবং  মহড়ার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ ওবায়দুর রহমান বেলাল। এ সময়  বিআরডিবি এর চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা,  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্ল্যাহ , ১নং চরপাকেরদহ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার,  জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা  প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ সাংবাদিকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ,  প্রাণিসম্পদ অফিস এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।   অগ্নি নির্বাপক যন্ত্রের মহড়ায় প্রশিক্ষণ প্রদান করেন মাদারগঞ্জ  ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মোঃ আলফাজ হোসেন। এ সময় দুর্যোগকালীন  কিভাবে সাইলেজ তৈরি করা যায় সে বিষয়ে  প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্ব এখন  রোল মডেল। তাই যে কোনো  দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)