নিজস্ব প্রতিবেদক, উজিরপুরঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ১নং সাতলা ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের প্রচেষ্টায় প্রকৃত জমির মালিকগণ 'পটিবাড়ি স্বাধীন মৎস প্রকল্পে' মাছ ছেড়েছে।
রবিবার সকাল ১০ টায় মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মৎস চাষ প্রকল্পের শুভ উদ্ভোদন করেন প্রকল্পটির সভাপতি জনাব আনোয়ার মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা সরদার।
প্রায় ১৬ বছর জমির প্রকৃত মালিকগণ তাদের নিজেদের জমির দখল ফিরে পায় এবং তারা একত্রিত হয়ে এই বৃহৎ মৎস্য প্রকল্পটির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য 'পটিবাড়ি স্বাধীন মৎস প্রকল্পটি'র উদ্যোগ নেন। এর মাধ্যমে প্রকল্পের মূল কার্যক্রমের শুভসূচনা ঘটে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পটির ঘেরে প্রায় ২ (দুই) লক্ষ টাকার বিভিন্ন জাতের পোনা মাছ ছাড়া হয়। এসময় উপস্থিত জনসম্মুখে প্রকল্পটির বিভিন্ন পদে থাকা ও সাধারণ জমির মালিকগণ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
মৎস্য প্রকল্পের সভাপতি মোঃ আনোয়ার মিয়া বলেন, “অনেক বছর পর আমরা আমাদের জমি ফিরে পেয়েছি। আমরা যারা প্রকৃত মালিক আছি তারা নিজেরাই মাছ চাষ করব এবং জীবিকার পথ তৈরি করব।” তিনি আরও বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু নিজেরাই স্বাবলম্বী হবো না, বরং এলাকায় বেকারত্বও অনেকাংশে কমে যাবে।”
প্রকল্পটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সরদার বলেন, “সর্বস্তরের জনগনকে নিয়ে আমরা এই মৎস প্রকল্পটি চালু করেছি। বিগত ১৭ বছর এই ঘেরটি চালাতো ফ্যাসিবাদি সরকারের দোসররা। ৫ আগষ্টের পর তারা পালিয়ে গেছে, এখন আমরা নিজেরাই নিজেদের জমিকে ঘের বানিয়ে নিজেরাই মাছ চাষ করব।
কোষাধ্যক্ষ মোঃ সরোয়ার সরদার বলেন, “ ৫ আগষ্টের পর আমরা ৫-৭ টি মিটিং করেছি এবং সকলের সম্মতিক্রমে এই ঘেরটি করার জন্য একমত হই। বিগত ফ্যাসিবাদ সরকারের দোসরদের জ্বালায় বিভিন্ন সময় মিটিং করতে বাধাগ্রস্ত হয়েছি এবং চুড়ান্ত পর্যায়ে আমরা ঘেরটি করতে সক্ষম হয়েছি। জনগন আমাদের সাথে আছে, আমরা জনগনকে সাথে নিয়ে মাছ ছেড়েছি। ঘেরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর আজ পোনা মাছ ছাড়া হচ্ছে।”
এছড়া আরও অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন এবং বলেন পরবর্তীতে আরও ১০-১২ লক্ষ টাকার মাছ ছড়া হবে এবং আগামীতে এই মৎস প্রকল্পকে ঘিরে কোন কুচক্রী মহল যেনো কোনো প্রকার ষড়যন্ত্র না করতে পারে এ জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
পোনা মাছ ছাড়ার সময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রধান উপদেষ্টা আ: ছত্তার মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সরোয়ার সরদার, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ রাহাত খন্দকার, ১নং সদস্য মোঃ ফারুক সরদার, সদস্য সুজন সরকার, আ: রহিম মিয়া, জহির আহম্মেদ, ইমাম হাসান, জাহিদুল খন্দকার, গনেশ কৃতনীয়া, দেলোয়ার সরদার, লিয়াকত সরদার, জুরেন সমাদ্দার, ওদুদ মিয়া, আলামিন মিয়া, সান্টু মিয়া, ইউসুফ সরদার, দিলীপ সমাদ্দার, সালাম মিয়া, কালাম মিয়া, লাল চান সমাদ্দার, রবি বৈরাগী, রতন বাইন, লোছন বাইন, সোনা বৈদ্য, জন্টু বৈদ্য, ধলু বৈদ্য, নারায়ণ বৈদ্য, নুরু পাইক, শহীদ মিয়া, শামসুল হক সরদার, অমল বালা, আ: মজিদ শাহ্, শাহীন সরদার, আরিফ সরদার, রেজাউল পাইক, তুহিন সরদার, সানাউল্লাহ সরদারসহ শত শত লোকজন।
স্থানীয়দের মতে, এটা একটি বড় মৎস্য চাষ প্রকল্প।প্রকল্পটির প্রকৃত জমির মালিকদের একতা ও উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মাঝে আনন্দ ও ব্যাপক আশাবাদ বিরাজ করছে।
