
উজিরপুরে তরুণদের মানবিক বিপ্লব, রক্তদান ও পরিবেশ রক্ষায় একসাথে
উজিরপুর প্রতিনিধিঃ
“রক্ত দিন, জীবন বাঁচান”—এই মহৎ স্লোগানকে সামনে রেখে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব (WBDC) সম্প্রতি একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসিক অফলাইন মিটআপের আয়োজন করে। গত ৯ মে, শুক্রবার বিকেল ৩টায় উজিরপুরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। তরুণদের উদ্যোগে আয়োজিত এই আয়োজনটি সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক মোঃ শাকিল খান, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এবং গৌরনদী ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধি মোঃ ইমন হোসেন, মোঃ মিরাজ ইসলাম ও মোঃ সৈয়দ আলিম সহ আরও অনেকেই। এছাড়াও স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম একটি ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে। আহ্বায়ক মোঃ শাকিল খান বলেন, "ঘুড়ি উড়ানোর বয়সে আমরা রক্তদানের মতো দায়িত্ব নিয়েছি। দেশ ও সমাজের জন্য কিছু করার তাগিদেই এই উদ্যোগ।” সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাইয়ুম বলেন, "যখন চারপাশ মোবাইল আসক্তিতে ভরা, তখন আমরা ছুটছি মানুষের প্রয়োজনে, সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়ে।"
যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সমাজে মাদকের প্রভাবের বিপরীতে এই ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম জানান, উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব রক্তদান, বৃক্ষরোপণ, ফ্রি চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের নানা গুরুত্বপূর্ণ খাতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অতিথিরা ক্লাবের সদস্যদের প্রশংসা করে বলেন, তরুণদের এমন উদ্যোগ দেশ ও সমাজের জন্য অনুকরণীয়। তারা আরও বলেন, রক্তদান একটি মানবিক দায়িত্ব আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার। উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিটি সদস্যই সমাজের সত্যিকারের হিরো।
শেষে আহ্বায়ক মোঃ শাকিল খান সকলের প্রতি আহ্বান জানান—"এসো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গড়ে তুলি এক মানবিক, সবুজ ও সুস্থ বাংলাদেশ।"
