![]() |
| তারুণ্যের আহ্বানে খুলনা অভিমুখে উজিরপুরের দীপ্ত পদযাত্রা |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বিএনপির ঘোষিত “তারুণ্যের মহাসমাবেশ” উপলক্ষে খুলনার সার্কিট হাউজ ময়দানে ১৭ মে ২০২৫ তারিখে লাখো মানুষ জমায়েত হয়েছিল। গনআন্দোলনের উত্তাপ ছড়াতে এই আয়োজন যেন হয়ে ওঠে একটি নতুন জাগরণের বার্তা। সেই কর্মসূচিকে সফল করতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উজিরপুর পৌর যুবদলের নেতৃত্বে সমাবেশস্থলে উপস্থিত হন আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্য সচিব মোঃ প্রিন্স। তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন যুবদলের নিবেদিত কর্মী ও যুগ্ম আহ্বায়কগণ—মোঃ সোহেল সিকদার, মোঃ হাফিজ, মোঃ কালাম ফরাজী এবং মোঃ সবুজ খান। গায়ে চেতনার রঙ, হাতে পতাকা আর কণ্ঠে শ্লোগান—তাদের মিছিল ছিল অনুপ্রেরণার প্রতীক।
পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন ও সদস্য সচিব মোঃ মোতালেব নেতৃত্ব দেন, সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল, মোঃ নুরুজ্জামান, মোঃ মেহেদী এবং সদস্য মোঃ খসরু। তারা সকলেই নিজ নিজ দায়িত্বে ছিলেন নিবেদিত এবং সংগঠিত।
সমাবেশে উজিরপুর থেকে আগত এই নেতাকর্মীদের দৃঢ়তা, দলীয় শৃঙ্খলা এবং দৃষ্টিনন্দন উপস্থিতি পুরো কর্মসূচিকে আরও বর্ণাঢ্য করে তোলে। তাদের এমন ত্যাগ ও সংগঠিত ভূমিকা দলের ভিত শক্ত করতে সহায়ক হবে, এমনটাই মনে করছেন বরিশাল জেলার সিনিয়র নেতৃবৃন্দ।

