![]() |
| উজিরপুরে গর্বিত বীরের চিরবিদায়, জানাজায় জনতার ঢল |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের প্রিয় মুখ ও মহান মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান আকন (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় গ্রহণ করেছেন। গত ১৮ মে (রবিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন স্ট্রোকজনিত সমস্যায় ভুগে অবশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও বহু প্রিয়জনকে রেখে গেছেন।
পরবর্তী দিন ১৯ মে (সোমবার) সকাল ১১টায় তাঁর নিজ গ্রাম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নেতৃত্বে বরিশাল জেলা পুলিশের চৌকস সদস্যরা এবং উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদ ও এসআই মোঃ আলমগীর হোসেন গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার গর্বিত মুক্তিযোদ্ধারা, যাঁদের মধ্যে ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আক্রাম হোসেন হাওলাদার, মোঃ হারুন অর রশিদ মুন্সী, গাজী গোলাম সরোয়ার, মোঃ হালিম আকন, মোঃ দেলোয়ার ফকির, মোঃ হাবিব বেপারী এবং মোঃ সালাম মল্লিক।

