| হিজলায় জাটকা রক্ষায় যৌথ অভিযান, ধ্বংস ৮১ লাখ টাকার অবৈধ জাল |
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে ২০২৬ সালের বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত প্রায় ৮১ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মেঘনা নদীর প্রেম বাজার, পুরান হিজলা, চর দুর্গাপুর ও চর মেমানিয়া—এই চারটি এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রায় ৮০টি মাছ ধরার ট্রলার থেকে জাটকা ধরার ছোট ফাঁসের আনুমানিক ১৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত সব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে জাটকা নিধনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম নামের একজনকে আটক করা হয়।
এ সময় হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ইব্রাহিমের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহজাদা। অভিযানে গণমাধ্যমকর্মীরাও সার্বিক সহযোগিতা করেন।
তিনি আরও জানান, অভিযানে ধ্বংস করা অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা।