Adsterra

বড়াকোঠা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা 'ডেভিল হান্ট' অভিযানে গ্রেপ্তার

Global Movies
0

 

বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিশেষ অভিযানের পর তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
উজিরপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা গ্রেপ্তার

দৃষ্টি ডেস্কেঃ

রিশালের উজিরপুর উপজেলায় আওয়ামী লীগের উজিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে বরিশাল সদর থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে বরিশাল সদর থেকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম গ্রেপ্তারটি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম মৃধা দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলায় আওয়ামী লীগের একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতেন। তবে, তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময়ে আইনগত জটিলতা ও বিরোধের অভিযোগ উঠেছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি দলীয় রাজনীতির মাধ্যমে ধীরে ধীরে স্থানীয় নেতৃত্বের অবস্থানে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)